Logo

ক্যাম্পাস    >>   নিউইয়র্কে ১ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী থোকন আরমানের অসাধারণ অর্জন: পেলো গোল্ড অনার রোল সাইটেশন একাডেমি এয়ার ২০২৪-২০২৫

নিউইয়র্কে ১ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী থোকন আরমানের অসাধারণ অর্জন: পেলো গোল্ড অনার রোল সাইটেশন একাডেমি এয়ার ২০২৪-২০২৫

নিউইয়র্কে ১ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী থোকন আরমানের অসাধারণ অর্জন: পেলো গোল্ড অনার রোল সাইটেশন একাডেমি এয়ার ২০২৪-২০২৫

Progga News Desk:

নিউইয়র্কের কুইন্সের অস্টারিয়া পিএস-৭০ স্কুলের ১ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী থোকন আরমান তার অসাধারণ ফলাফলের জন্য একাডেমি এয়ার ২০২৪-২০২৫ থেকে গোল্ড অনার রোল সাইটেশন পেয়েছে।

গত ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, এই সম্মাননা প্রদান করা হয়। থোকন আরমানের এই সাফল্য তার শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে প্রশংসিত হয়েছে।

থোকন আরমানের পিতা হাকিকুল ইসলাম খোকন একজন জ্যেষ্ঠ রাজনৈতিক সাংবাদিক এবং বাপসনিউজ ও এনওয়াইবিডিনিউজ-এর সম্পাদক। তার মা আয়েশা আক্তার রুবি একজন সংবাদপোর্টাল সাংবাদিক।

থোকন আরমানের এই গৌরবময় অর্জনে পরিবার, শিক্ষকমণ্ডলী এবং কমিউনিটির অনেকে আনন্দ প্রকাশ করেছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।